রায়ো ভায়েকানোকে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে বার্সেলোনা। সোমবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে। রবার্ট লেফানদোভস্কি একমাত্র গোলটি করেন। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলটি পায় তারা।
এ জয়ের ফলে ২৪ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে উঠে এসেছে। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পেছনে পড়েছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট পেছনে থেকে আতলেতিকো মাদ্রিদ তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে চলেছে।
রিয়াল মাদ্রিদের সময়টা বেশ খারাপ যাচ্ছে। ভালোভাবেই তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছিল। কিন্তু গত টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা বার্সেলোনাকে শীর্ষে ওঠার সুযোগ করে দেয়। বার্সেলোনা এ সুযোগ হাতছাড়া করেনি।
ম্যাচের ২৮ মিনিটে রায়ো ভায়েকোনোর পাথে সিজ বার্সেলোনার ইনিগো মার্টিনেজকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। রবার্ট লেফানদোভস্কি পেনাল্টি থেকে সহজে গোল করেন। গোল খেয়ে পিছিয়ে পড়লেও রায়ো ভায়েকানো বার্সেলোনার জন্য বেশ বিপদজনক হয়ে উঠেছিল। একাধিক সুযোগও তারা পেয়েছিল কিন্তু তা থেকে গোলের দেখা পায়নি।