লা লিগায় উড়ন্ত ফর্মে থাকা বার্সোলোনার জয়রথ চলছেই। বুধবার রাতে লা লিগায় ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে ২০১৭ সালের পর এই প্রথম লিগের প্রথম সাত ম্যাচেই জিতল তারা।
এদিন নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেওয়া বার্সেলোনা। এরপর ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায়। জুল কুন্দের ক্রস অনেকটা লাফিয়েও নিয়ন্ত্রণে নিতে পারেননি গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। বল পেয়ে যান অরক্ষিত লেভানদোভস্কি। অনায়াসে জাল খুঁজে নেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। আসরে এটি তার সপ্তম গোল।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কোন দলই গোলের দেখা পায়নি। লিগে আগের তিন ম্যাচে ১৬ গোল করা ফ্লিকের দলে আসরে দ্বিতীয়বারের মতো অক্ষত রাখতে পারল জাল।
ফলে ৭ ম্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী রেয়াল। আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া গেতাফের পয়েন্ট ৪।