শীর্ষস্থান হারালেও স্প্যানিশ লিগে শিরোপার দৌড়ে নিজেদের ভালোভাবে ধরে রেখেছে জিরোনা। সোমবার রাতে নিজেদের মাঠে তারা ৩-০ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে। জোড়া গোল করেছেন স্যাভিও। এ জয়ের ফলে এবারের লিগে বিষ্ময় সৃষ্টিকারী দল জিরোনা দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
লা লিগায় বর্তমানে রিয়াল মাদ্রিদ ২৬ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। জিরোনা সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। বার্সেলোনা তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৫৭।
বিষ্ময় সৃষ্টিকারী দল জিরোনা হঠাৎ করেই পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে ছিটকে গেছে। লিগের শুরুতে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল তারা। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ থেকে তাদের পতন শুরু হয়। এ ম্যাচে ০-৪ গোলে হেরেছিল তারা। পরে অ্যাওয়েতে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে ২-৩ গোলে হার তাদেরকে পয়েন্ট টেবিলে পিছিয়ে দেয়।
সোমবার অবশ্য পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল জিরোনা। গোলশূন্য বিরতির পর ভিক্টর টাইনগানকভের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ৫২ মিনিটে গোল করেছিলেন তিনি। গোল হজমের পর একের পর এক আক্রমণে রায়ো ভায়েকানো তাদের ব্যতিব্যস্ত করে তুলেছিল। কিন্তু ৭৬ মিনিটে পেপ চাভারিয়া লাল কার্ড পেয়ে বের হয়ে গেলে কিছুটা স্বস্তি পায় জিরোনা। আর সে সুযোগটা গ্রহণ করেন স্যাভিও। ৯১ ও ৯৫ মিনিটে জোড়া গোল করেন তিনি।
পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে থাকলে গোল করায় এখনো নেতৃত্ব দিচ্ছে জিরোনা। ২৬ ম্যাচে ৫৭ গোল করেছে তারা। ৫৬ গোল বার্সেলোনার। আর ৫৪ গোল রিয়াল মাদ্রিদের।