ইন্টার মায়ামির কোচ হাভিয়ার মাসচেরানো লিওনেল মেসির সঙ্গে তার দ্বন্দ্বের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার ব্যাখ্যায়, মাঠে যা দেখা গেছে তা আসলে কেবল কৌশলগত আলোচনা, ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে মিডিয়ায়।
গত সপ্তাহে চেস স্টেডিয়ামে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলের হারের সময় ডাগআউটে মাসচেরানো ও মেসির মধ্যে তীব্র কথোপকথনের দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। সেই মুহূর্ত থেকেই জল্পনা শুরু হয়, দুই আর্জেন্টাইন কিংবদন্তির মধ্যে নাকি সম্পর্কের টানাপোড়েন চলছে।
তবে রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে মাসচেরানো স্পষ্ট করে বলেন,
“লিওর সঙ্গে কোনো সমস্যা নেই। আমরা কেবল শিকাগোর রক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। প্রতিপক্ষ দুই গোলে এগিয়ে গেলে তারা নিচে নেমে যায়, তখন তাদের ডিফেন্সের ফাঁক খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। বিষয়টা সেই কৌশল নিয়েই ছিল, ব্যক্তিগত কিছু নয়।”
তিনি আরও যোগ করেন,
“যা বলা হচ্ছে—যে মেসি আমাকে চ্যালেঞ্জ করেছে—তা সম্পূর্ণ গুজব।”
এদিকে, বিতর্কের মধ্যেই ইন্টার মায়ামি রবিবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের জয়ে ফিরে এসেছে। এই জয়ে তারা আগেই নিশ্চিত করেছে মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফ। ম্যাচে জর্দি আলবা ও তাদেও আলেন্দে দুজনই করেছেন দুটি করে গোল। মেসি গোল না পেলেও চারটির মধ্যে তিনটিতেই অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















