ইউরো অঞ্চলের ‘জি’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস চূড়ান্ত পর্বে
ধীরে ধীরে বিশ্বকাপ ফুটবলে সরাসরি খেলার সুযোগের শূন্যস্থানগুলো পূরণ হয়ে আসছে। সোমবার ইউরো অঞ্চলের ‘জি’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার তীব্র প্রতিদ্বন্দ্বী লিথুনিয়াকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডস জায়গা করে নেয়। ৪-০ গোলে জয় পেয়েছে তারা।
শেষ ম্যাচে জয় পেয়েছে পোল্যান্ড। তারা ৩-২ গোলে হারিয়েছে মাল্টাকে। এ জয়ের ফলে পোল্যান্ড প্লে অফে খেলার সুযোগ পেয়েছে। পোল্যান্ডের অবশ্য প্লে অফে খেলার সুযোগ আগেই নিশ্চিত ছিল। হাতছানি ছিল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার। তবে পথটি মোটেও সহজ ছিল না। কেননা একদিকে নেদারল্যান্ডসকে নিজেদের ম্যাচে হারতে হতো। অন্যদিকে নিজেদের খেলায় পোল্যান্ডকে বড় ব্যবধানে জিততে হতো। কেননা দুই দলের মধ্যে গোলের পার্থক্যটা ছিল বেশ বড়।
নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল নেদারল্যান্ডস। তিজানি রেইন্ডার্স গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি স্বাগতিক দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে লিথুনিয়ার ওপর দিয়ে একটা ঝড় বয়ে যায়। এ সময়ে জাল থেকে বল কুড়াতে কুড়াতে ক্লান্ত হওয়ার অবস্থা হয়েছিল লিথুনিয়ার গোলরক্ষকের। সে ঝড়ে মাত্র চার মিনিটের মধ্যে তিন গোলের দেখা পায় ডাচরা। কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনয়েল মালেন গোল তিনটি করেন যথাক্রমে ৫৮, ৬০ ও ৬২ মিনিটে। গাকপোর পাওয়া গোলটি ছিল পেনাল্টি থেকে করা। লিথুনিয়াকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডস নিশ্চিত করেছে তাদের শক্তিশালী অবস্থান।
এ ম্যাচে গোল পাননি মেম্ফিস ডেপে। তবে ৮ গোল নিয়ে সর্বোচ্চ গোল দাতা হয়ে বিশ্বকাপ বাছাই শেষ করেছেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













