উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে চোখের জলে বিদায় হয়েছে লিভারপুলের। ফিরতি লেগের খেলায় টাইব্রেকারে ৪-১ গোলে হেরেছে তারা প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে। মঙ্গলবার রাতে লিভারপুলের মাঠে অনুষ্ঠিত খেলায় প্যারিস সেন্ত জার্মেই ১-০ গোলে জয় পাওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে প্যারিস সেন্ত জার্মেই ৪-১ গোলে জয় পায়।
প্যারিস অনুষ্ঠিত প্রথম লেগের খেলায় লিভারপুল ১-০ গোলে জয় পেয়েছিল। সে জয় আর ফিরতি লেগের ম্যাচে লিভারপুল নিজেদের মাঠে খেলার কারণে তারাই ছিল ফেভারিট। কিন্তু ম্যাচের শুরুতেই ওসমানে দেম্বেলের গোল লিভারপুলের কপাল পোড়ায়। ম্যাচের দ্বাদশ মিনিটে করা দেম্বেলের ওই গোল আর পরিশোধ করতে পারেনি লিভারপুল। অন্যদিকে প্যারিস সেন্ত জার্মেইও গোলের সংখ্যা বাড়াতে পারেনি। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে প্যারিস সেন্ত জার্মেইয়ের গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা অসাধারণ কৃতিত্ব দেখিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। দু দুটো শট তিনি রুখে দেন।
কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। অ্যাস্টন ভিলা ও ক্লাব ব্রুগের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে তারা খেলবে। পিএসজি’র সঙ্গে মুখোমুখি হওয়ার লড়াইয়ে অ্যাস্টন ভিলা এগিয়ে রয়েছে। প্রথম লেগের ম্যাচে তারা ৩-১ গোলে জয় পেয়েছিল। ফিরতি লেগের ম্যাচে না হারলেই তারা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।