ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগিটা প্রায় নিশ্চিত ছিল লিভারপুলের। কিন্তু দুর্ভাগ্য তাদের। পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হলো না। ম্যাচের শেষ মুহুর্তে লিভারপুলকে হতাশায় ডোবালেন চেলসির এস্তেভাও। ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষায় যখন উভয় দল তখন লিভারপুলকে স্তদ্ধ করে দিলেন তিনি। ৯৫ মিনিটে তার করা গোলের সুবাদে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।
লিভারপুলের জন্য এটি বড় এক আঘাত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ভালোভাবেই ধরে রেখেছিল লিভারপুল। কিন্তু এই হার তাদেরকে শীর্ষস্থান ছাড়া করেছে। দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে। সাত ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে এখন আর্সেনাল নেতৃত্ব দিচ্ছে।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও এরই মধ্যে লিভারপুল দ্বিতীয় হারের মুখ দেখেছে। অন্যদিকে চেলসির জন্য এটা দারুণ এক জয়। টানা দুই ম্যাচ হারের পর জয়, তাও আবার লিভারপুলের বিপক্ষে। এ মৌসুমে এটি তাদের তৃতীয় জয়। সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিয়েছে। ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এ জয় তাদেরকে সামনের ম্যাচগুলো আরো ভালো করতে আত্মবিশ্বাস যোগাবে।
ম্যাচের চতুর্দশ মিনিটে ময়সেস কাইসেদোর গোলে এগিয়ে যায় চেলসি। এ ব্যবধানে বিরতিতে যায় উভয় দল। বিরতির পর কোডি গাকপো গোল পরিশোধ করে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। ৬৩ মিনিটে এ গোলের সুবাদে তারা পয়েন্টে ভাগ বসানোর স্বপ্ন দেখছিল। কিন্তু ৯৫ মিনিটে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে দেন এস্তেভাও। তার গোলে চেলসি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
গোলের পর এস্তেভাও
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















