ইংলিশ প্রিমিয়ার লিগে হলান্ডের নান্দনিক গোলে পয়েন্ট তালিতায় শীর্ষে উঠেছে ম্যানেচেস্টার সিটি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ম্যাচের শুরুর দিকে একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড। এদিন ম্যাচের তৃতীয় মিনিটে গোল করা হলান্ড এবারও জালে বল পাঠান শুরুতেই।
ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ম্যানচেস্টার সিটি। তবে শক্তিশালী লিভারপুরের বিপক্ষে গোলমুখে গিয়ে ব্যর্থ হতে থাকে। এদিন পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় বল নিজেদের পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে তারা। তার মধ্যে অবশ্য আটটি লক্ষ্যে রাখতে পারে শিরোপাধারীরা।
স্বাগতিকদের বিপরীতে, সাউথ্যাম্পটনের মাত্র পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে। দারুণ এ জয়ের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটি। ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২৩। সিটির সঙ্গে হেরে তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেল লিভারপুল।
৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ২১। এ ছাড়া ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা তিন। অন্যদিকে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে চারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















