ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুতেই দলকে গোল এনে দিলেন দিয়োগো জটা। শেষ পর্যন্ত সেই এক মাত্র গোলই গড়ে দিল ব্যবধান। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। অবশ্য জয়ের আনন্দের মাঝে একটি ধাক্কাও খেয়েছে লিভারপুল। চোট পেয়ে শেষ দিকে মাঠ ছেড়েছেন প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন।
আর সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের টানা ষষ্ঠ জয় এটি। লিগে প্রথম সাত ম্যাচের ছয়টি জিতল তারা। তাদের পয়েন্ট হলো ১৮।
এদিন ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যেই লিভারপুলের জালে বল পাঠায় প্যালেস। কিন্তু অফসাইডের কারণে গোল পায়নি তারা। নবম মিনিটে লিভারপুলের গোলটি করেন জটা।