ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির বিষয়টা প্রায় নিশ্চিত হয়েছিল লিভারপুলের। কিন্তু নাটকীয় এক গোলে লিভারপুলকে আর পয়েন্ট ভাগাভাগি করতে হয়নি। অ্যাওয়ে ম্যাচের ৯৯তম মিনিটে ডারউইন নুনেজের করা গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে তারা।
এ জয়ের ফলে লিভারপুর ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ২৬ ম্যাচ থেকে ম্যানসিটির পয়েন্ট ৫৯। সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৫৮।
ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল লিভারপুলের। কিন্তু নটিংহ্যাম ফরেস্টের রক্ষণভাগটা তাদের জন্য চীনের প্রাচীর হয়ে দেখা দিয়েছিল। সব আক্রমণ সেখানে থমকে যাচ্ছিল। লিভারপুলের একের পর এক আক্রমণ তারা ফিরিয়ে দিচ্ছিল। তাদের চমৎকার রক্ষণে পয়েন্ট ভাগাভাগির বিষয়টা প্রায় নিশ্চিত হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে তখন শেষ বাঁশি বাজার অপেক্ষা। আর তখনই নটিংহাম ফরেস্ট থমকে দেওয়ার গোলটি করেন নুনেজ।
এ জয়ের মধ্য দিয়ে ঝড়ো গতির দুই সপ্তাহ পার করলো লিভারপুল। প্রিমিয়ার লিগে লুটন টাউনের বিপক্ষে জয়ের পর এফএ কাপের পঞ্চম রাউন্ডে সাউদাম্পটনের বিপক্ষে জয়। তারপর চেলসির বিপক্ষে কারাবাও কাপের ফাইনাল।
এমন দুটো সপ্তাহ সাফল্যের সঙ্গে পার করার পর স্বাভাবিকভাবেই স্বস্তির হাসি হেসেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষে তিনি বলেন, এমন পরিস্থিতিতে চমৎকার একটা ম্যাচ পার করলাম। ১১ দিনে চারটি কঠিন ম্যাচ খেলতে হয়েছে। কোনো ম্যাচই সহজ ছিল না। আমি সত্যিই আনন্দিত। ছেলেদের কাছে এর থেকে বেশি আমি প্রত্যাশা করতে পারি না।