লিলকে হারিয়ে ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

গোলের পর এমরে ক্যান

বরুশিয়া ডর্টমুন্ড টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গত বুধবার শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে লিলের বিপক্ষে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র থাকায় ডর্টমুন্ড ৩-২ গোল গড়ে জয় পেয়েছে।

ডর্টমুন্ডের হয়ে এ ম্যাচে গোল করেছেন এমরে ক্যান ও ম্যাক্সিমিয়ান বেইয়ের। লিলের হয়ে গোল করেন জোনাথন ডেভিড।

নিজেদের মাঠের খেলায় লিল জয় পেলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত। সে পথেই ছিল তারা। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় লিল। পঞ্চম মিনিটে জোনাথন ডেভিড গোল করেন। এ অবস্থায় খেলা শেষ হলে ডর্টমুন্ডকে মাথা কুটতে হতো। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১১ মিনিটের ব্যবধানে ডর্টমুন্ড জোড়া গোল করে।

বরুশিয়া ডর্টমুন্ড সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে।

এবারের বিদায় লিলের জন্য বড় হতাশার। টুর্নামেন্টের প্রথম পর্বে তাদের যাত্রাটা ছিল বেশ ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সরাসরি শেষ ষোলোতে জায়গা পেয়েছিল। অথচ কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিতে হলো।

Exit mobile version