লিসকে হারিয়ে উৎসবের পথে নাপোলি

সেরি আ

গোলের পর নাপোলি খেলোয়াড়দের উৎসব

সেরি আ’তে নাপোলি শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল নাপোলি। গতকাল রাতে লিসকে হারিয়েছে তারা। জয় পেয়েছে ১-০ গোলে। গিয়াকোমো রাসপাদোরি একমাত্র গোলটি করেন।

লিসকে হারিয়ে ৩৫ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এ জয় চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান থেকে তাদেরকে তিন পয়েন্ট ব্যবধানে এগিয়ে নিয়েছে। সমান ম্যাচে ইন্টার মিলানের পয়েন্ট ৭৪।

২৪ মিনিটের সময় রাসপাদোরির ফ্রি কিক থেকে একমাত্র গোলটি পায় নাপোলি। তারপর থেকেই শিরোপা প্রত্যাশী দলটি খেলার কৌশলে পরিবর্তন আনে। গোল সংখ্যা বাড়ানো নয়, একমাত্র গোলটা ধরে রাখাই তাদের কৌশল হয়ে দাঁড়ায়। সে কৌশলে সফল তারা। গোল ধরে রাখতে সব খেলোয়াড়কে নিজেদের অর্ধে নামিয়ে আনে।

লিগে নাপোলি আর মাত্র তিনটি ম্যাচ বাকি। দুই ম্যাচে জয় পেলেই তাদের শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

এদিকে এই হারের ফলে লিসের হারের লজ্জাটা আরো বেড়েছে। সব মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচে জয়বঞ্চিত তারা। তাছাড়া গত ডিসেম্বর থেকে ঘরের মাটিতে জয়হীন দলটি।

Exit mobile version