নাটকীয় জয়ে সেরি আ’তে নিজেদের আধিপত্য ধরে রেখেছে নাপোলি। পিছিয়ে পড়েও অ্যাওয়ে ম্যাচে শনিবার তারা আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে। একই দিনে জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে এসি মিলানকে।
নাপোলির জয়ের নায়ক ছিলেন রোমেলু লুকাকু। ৭৮ মিনিটে জয় সূচক গোলটি করেন তিনি। তবে ম্যাচের প্রথম গোল পেয়েছিল স্বাগতিক আতালান্তা। ১৬ মিনিটের সময় মাতেও রেতেগুই দলকে এগিয়ে নিয়েছিলেন। বেশিক্ষণ এই গোলের ভার বইতে হয়নি নাপোলিকে। ২৭ মিনিটে মাতেও পোলিতানো গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। শুধু তাই নয়, বিরতির আগেই স্কট ম্যাক টোমিনের গোলে এগিয়ে যায় নাপোলি।
বিরতির পরপরই আদেমোলা লুকমান গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। তার এ গোলেই খেলা ২-২ গোলে সমতায় ফেরে। তারপরও আতালান্তা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। লুকাকুর গোলে নাপোলি পুরো পয়েন্ট নিজেদের খাতায় জমা করে।
এ জয়ের ফলে ২১ ম্যাচ শেষে শীর্ষে থাকা নাপোলির সংগ্রহ ৫০ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে আতালান্তা তৃতীয় স্থানে। ইন্টার মিলান ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে তারা খেলেছে ১৯ ম্যাচ।