লুকা মদরিচ ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলের সুবাদে লা লিগায় জিরোনার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববারের ম্যাচে তারা ২-০ গোলে জয় পায়। উভয়ার্ধে একটি করে গোল পায় রিয়াল মাদ্রিদ।
এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তারা। উভয় দলের পয়েন্ট ২৫ ম্যাচ শেষে ৫৪। তবে গোল পার্থক্যে বার্সেলোনা এগিয়ে রয়েছে। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
নিজেদের মাঠের এ খেলায় রিয়াল মাদ্রিদের পাওয়া এ জয়টা মোটেও সহজ ছিল না। জিরোনা তাদের বিপক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল। ফলে আক্রমণে আধিপত্য দেখালেও রিয়াল মাদ্রিদ গোল করতে পারতে পারছিল না। অবশেষে ৪১ মিনিটে লুকা মদরিচের গোলের অচলায়তন ভাঙ্গে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে আরো একটা গোল পায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিুয়স জুনিয়র করেন গোলটি। এ গোলের রূপকার ছিলেন কিলিয়ান এমবাপ্পে।
এ সপ্তাহে বার্সেলোনা ২-০ গোলে লাস পালমাসকে হারায়। আর আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে।