কনকাকাফ গোল্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে তারা গুয়াতেমালাকে ২-১ গোলে হারিয়ে ২০২১ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। ডিয়াগো লুনা যুক্তরাষ্ট্রের হয়ে গোল দুটো করেন।
ম্যাচ শুরু হতে না হতেই যুক্তরাষ্ট্র জয়ের জন্য প্রয়োজনীয় রসদ ঘরে তুলে নেয়। চতুর্থ মিনিটে প্রথম গোলের পর ১৫তম মিনিটে দ্বিতীয় গোল পায় যুক্তরাষ্ট্র। দুই ম্যাচে এটা ছিল তার তৃতীয় গোল।
অ্যালেক্স ফ্রিম্যানের কাছ থেকে বল পেয়েছিলেন মালিক টিলমান। লুনা তার কাছ থেকে বল পেয়ে গুয়াতেমালার গোলরক্ষককে হতাশ করে বল জালে ফেলেন। এগার মিনিট পর সেই টিলমানের কাছ থেকে বল পেয়ে আবার গোল করেন লুনা।
আগামী রোববার যুক্তরাষ্ট্র শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে। বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো বা হন্ডুরাস হবে তাদের প্রতিপক্ষ। আগামী জুনে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে এটা হবে তাদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।
কনকাকাপ গোল্ড কাপ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মেক্সিকো। এ দলটি ৯ বার শিরোপা জয় করেছে। যুক্তরাষ্ট্র শিরোপা পেয়েছে সাতবার, একবার কানাডা। যুক্তরাষ্ট্র এবার নিয়ে ১৩বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। আগে যে ছয়বার তারা ফাইনালে হেরেছে তার প্রতি ম্যাচেই প্রতিপক্ষ ছিল মেক্সিকো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















