লা লিগায় বার্সেলোনাকে বড় ধাক্কা দিয়েছে লেগানেস। রোববার রাতে নিজেদের মাঠের খেলায় বার্সেলোনা পয়েন্ট টেবিলের নিচের থাকা দলটির কাছে ১-০ গোলে হেরে গেছে। ম্যাচের চতুর্থ মিনিটে সার্জিও গঞ্জালেস একমাত্র গোলটি করেন।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। নিজ মাঠে এ নিয়ে টানা দ্বিতীয ম্যাচ হারলো দলটি। এতে করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কঠিন হয়ে পড়েছে দলটির। যে কোনো সময় দুই মাদ্রিদ তাদেরকে শীর্ষস্থান থেকে ছিটকে দিতে পারে। ১৮ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট বার্সেলোনার। আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৩৮। রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৭। তবে তারা বার্সেলোনার চেয়ে একটা ম্যাচ কম খেলেছে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা দুর্দান্ত ফর্মে। কিন্তু লা লিগায় ঠিক উল্টো স্থানে। মহাদেশীয় প্রতিযোগিতায় সর্বশেষ ছয় ম্যাচে পাঁচ জয় তাদের। অন্যদিকে লিগে গত এক মাসে ছয় ম্যাচে মাত্র একটাতে জয়ের দেখা পেয়েছে তারা। এমন নাজুক পরিস্থিতির মধ্যে লেগানেস লিগে এই প্রথম বার্সেলোনার বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল।
ম্যাচের শুরুতেই লেগানেস গোল পায়। কর্নার কিক থেকে উড়ে আসা বলে লেগানেসের অধিনায়ক গঞ্জালেস দারুণ হেডে বার্সেলোনার গোলরক্ষক ইনাকি পেনাকে হতবাক করে দেন। ইনাকির এমন হতাশার দিনে আলো ছড়িয়েছেন লেগানেসের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। বার্সেলোনা ম্যাচে ২০টি শট নিয়েছে, তার মধ্যে ১৬টি শট পোস্টে ছিল। এর মধ্যে তিনটি শট ছিল যা থেকে বার্সেলোনার মুখে হাসি ফোটাতে পারতো। কিন্তু দিমিত্রোভিচ যেন এদিন তার সেরা খেলাটা খেলেছেন। দর্শনীয়ভাবে সে সব চেষ্টা প্রতিহত করেছেন তিনি।