ইতালি লিগে সোমবার রাতে ল্যাজিও’র বিপক্ষে গোল উৎসব করেছে ইন্টার মিলান। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ৬-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ছয় খেলোয়াড় ছয় গোল করেছেন। গোলদাতার তালিকায় রয়েছেন হাকান কালনোগ্লু, পেন ফেডেরিকো ডিমারর্কো, নিকোলা বারেলা, ড্যানজেল ডামফ্রাইস, কার্লোস অগাস্টো ও মার্কাস থুরাম।
৬-০ গোলে বিশাল ব্যবধানে জয় পেলেও ইন্টার মিলানকে প্রথম গোলের জন্য ৪১ মিনিটে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে হাকান কালনোগ্লু পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। হ্যান্ডবলের সুবাদে এই পেনাল্টি পেয়েছিল ইন্টার মিলান। বিরতির আগেই পেন ফেডেরিকো ডিমারর্কো ব্যবধান দ্বিগুন করেন।
বিরতির পরপরই নিকোলা বারেলা ব্যবধান ৩-০ করেন। ৫১ মিনিটে তার গোলের পরপরই ল্যাজিওর গোলরক্ষককে আবার জাল থেকে বল কুড়াতে হয়। মাত্র দুই মিনিটে ব্যবধানে ড্যানজেল ডামফ্রাইস ইন্টার মিলানকে ৪-০ গোলে এগিয়ে নেন।
কার্লোস অগাস্টো ৭৭ মিনিটে ও মার্কাস থুরাম ৯০ মিনিটে গোল করে ল্যাজিওকে বড় লজ্জায় ডোবান।
বিশাল এ জয়ের ফলে ইন্টার মিলানের সামনে আবার শীর্ষস্থানে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৫ ম্যাচ শেষে তারা ৩৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। ১৬ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতালান্তা। ফলে নিজেদের ১৬তম ম্যাচে জয় পেলেই ইন্টার মিলান শীর্ষে চলে আসবে।