বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে জামাল ভূঁইয়ার দল। বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের চেয়ে মাত্র ১-০ গোলে এগিয়ে ছিলো। সেটাও আবার বাংলাদেশের আত্মঘাতী গোলে। শেষ পর্যন্ত মাত্র দুই গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিগত তিন ম্যাচে প্রথমার্ধের আগেই শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে একাধিক গোল খেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিলো বাংলাদেশ। তবে আজ পুরো ম্যাচজুড়ে অস্ট্রেলিয়াকে খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। তাঁরা বল পজিশন আর আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশের ডিফেন্স ভাঙতে তাঁদের আজ বেশ বেগ পেতে হয়েছে।
ম্যাচের ২৯তম মিনিটেই আজ লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া। অজিদের অ্যাটাকিং মিডফিল্ডার আজদিন হুরস্টিনের ৪০ গজ দূর থেকে নেয়া শট সৌভাগ্যক্রমে বাংলাদেশি ডিফেন্ডার মেহেদী মিঠুর পায়ে লেগে দিক পরিবর্তন করে জাল খুঁজে পায়। গোলটিকে আত্মঘাতী হিসেবেই লিপিবদ্ধ করেছে ম্যাচ অফিশিয়াল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে পাঁচজন ফুটবলার পরিবর্তন করে বাংলাদেশ। যেখানে ছিলেন শুরুর একাদশে দলের বাইরে থাকা জামাল ভূঁইয়া। ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের বক্সের মধ্যে হেড করে গোল করেন কুসুনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















