জার্মান সুপার কাপে স্টুটগার্টকে হারিয়ে নতুন মৌসুম শিরোপা জিতে শুরু করল বায়ার্ন মিউনিখ। অভিষেক ম্যাচেই গোল পেলেন নতুন দুই তারকা—হ্যারি কেইন ও লুইস দিয়াস।
শনিবার রাতে স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে বায়ার্ন। যদিও বল দখল ও আক্রমণে লড়াইটা ছিল সমানতালে, লক্ষ্যে শট নেওয়ার দিক থেকে এগিয়ে ছিল স্টুটগার্ট (৫ বনাম বায়ার্নের ৩)।
১৮ মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের ভুলে সহজ সুযোগ পান কেইন। ইংলিশ অধিনায়ক ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে নেন। বায়ার্নের জার্সিতে স্টুটগার্টের বিপক্ষে এ নিয়ে ৫ ম্যাচে কেইনের গোল হলো ৭টি, যা আউগসবার্গের বিপক্ষে করা তার রেকর্ডের সমান।
৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস। সের্গে জিনাব্রির বাড়ানো বল ফাঁকায় পেয়ে ফ্লিক শটে জালে জড়ান কলম্বিয়ান ফরোয়ার্ড। লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেওয়া দিয়াস অভিষেকেই গোল পেয়ে নতুন যাত্রাটা শুরু করলেন দুর্দান্তভাবে।
ইনজুরি সময়ে ইয়ামি লেভেলিং একটি গোল শোধ করলেও জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ম্যাচজুড়ে দুর্দান্ত সেভ করে গোলরক্ষক ও অধিনায়ক মানুয়েল নয়ার নির্বাচিত হন ম্যাচ সেরা।
আগামী শুক্রবার লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে বায়ার্ন মিউনিখ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















