দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দলটির সামনে খুলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিযোগিতায় খেলার সুযোগ। তবে এএফসি ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় কিছু শর্ত পূরণ না করতে পারায় সেই সুযোগটি ঘিরে তৈরি হয়েছে শঙ্কা।
২০২৪-২৫ মৌসুমের জন্য এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন সময়সীমা ছিল ৩০ এপ্রিল। নির্ধারিত সময়েই মোহামেডান আবেদন জমা দিলেও প্রয়োজনীয় কিছু কাগজপত্র অসম্পূর্ণ থাকায় অংশগ্রহণ নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। ক্লাবটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানান, ‘আমরা সময়মতো আবেদন করেছি, কিছু কাগজ বাকি আছে যা বাফুফের সহযোগিতায় পূরণযোগ্য।’ তবে এএফসি’র অনলাইন পোর্টালে আবেদন শেষে নতুন করে কাগজ আপলোড করা যাবে কিনা, তা এখনও অনিশ্চিত।
ক্লাবের মাঠ, বয়সভিত্তিক দল, প্রশাসনিক কাঠামোসহ কয়েকটি শর্ত পূরণে ব্যর্থ হয়েছে মোহামেডান। মার্চে জাতীয় দলের কারণে লিগ বিরতি থাকলেও সেই সময় লাইসেন্সিং নিয়ে কার্যকর উদ্যোগ নেয়নি ক্লাব প্রশাসন। ফলে চ্যাম্পিয়ন হয়েও আন্তর্জাতিক আসরে খেলার সম্ভাবনা হুমকিতে পড়েছে।
এএফসি’র সিদ্ধান্তে নির্ভর করছে মোহামেডানের ভবিষ্যৎ। ব্যর্থ হলে দ্বিতীয় স্থানে থাকা দল পাবে অংশগ্রহণের সুযোগ। ফলে কিংস ও আবাহনীর মধ্যে রানার্স আপ হওয়ার লড়াইও বাড়ছে গুরুত্বসহকারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











