বিশ্ব ক্রিকেটাঙ্গনে শক্তির বিচারে উপরের তালিকায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু শিরোপা জয়ে সেভাবে কখনো নিজেদের প্রমাণ করতে পারেনি। বারবার খুব কাছাকাছি অবস্থান থেকে ফিরতে হয়েছে দলটিকে। এবার আর ভাগ্যদেবী তাদের হতাশ করেনি। শুরুতে খুব বাজে অবস্থায় থাকলেও দারুণ এক জুটির কল্যাণে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে তারা। বৈশ্বিক টুর্নামেন্টে এটা তাদের প্রথম শিরোপা। যদিও ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল। এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে বড় অঙ্কের অর্থ পুরস্কারও পকেটস্থ করেছে দলটি।
এবারের শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকা ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৩ কোটি টাকারও বেশি।
এবারের চ্যাম্পিয়নশিপকে ঘিরে বড় অঙ্কের প্রাইজমানির ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। মোট পুরস্কার ছিল ৫.৭৬ মিলিয়ন ডলার। আগের আসরের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি। গত আসরে বিজয়ী দলের জন্য প্রাইজমানি ছিল ১.৬ মিলিয়ন ডলার। এবারের পরিমান দ্বিগুনেরও বেশি।
রানার্স আপ হয়ে এবার অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। তৃতীয় হওয়া ভারত পেয়েছে ১৪ লাখ ৪০ হাজার ডলার। সপ্তম হওয়া বাংলাদশে পাবে ৭ লাখ ২০ হাজার ডলার। আর সব শেষ দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ ও ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।