শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-মরক্কো, কলাম্বিয়া তৃতীয়

অনূর্ধ্ব-২০ বিশ্ব ফুটবলে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মরক্কো। অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। অন্যদিকে মরক্কো গ্রুপ পর্বের লড়াইয়ে স্পেন ও ব্রাজিলকে হারালেও মেক্সিকোর কাছে হেরে যায়।

যুব বিশ্বকাপে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। এ পর্যন্ত ছয়বার শিরোপা জয় করেছে। তারা সে সব এখন ইতিহাস। কেননা সর্বশেষ তারা ২০০৭ সালে এই শিরোপা জয় করে। তারপর থেকে এই টুর্নামেন্টে তারা প্রতিবারই দর্শক হয়েছে। শুধু তাই নয়, এ সময়ে ঘানা, সার্বিয়া, ইউক্রেন,ইংল্যান্ড শিরোপা জিতলেও আর্জেন্টিনা একবারও ফাইনাল তো দূরের কথা সেমিফাইনালে উঠতে পারেনি। তবে এবারের আসরে তারা আলো ছড়িয়ে চলেছে। অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে। ১৮ বছরের খরা ঘোঁচানোর শেষ ধাপে তারা।

৩৬ বছর পর আর্জেন্টিনার সিনিয়র দল লিওনেল মেসির হাত ধরে শিরোপা খরা কাটিয়েছে। আর্জেন্টিনা তাকিয়ে রয়েছে সার্কোর দিকে। ৪ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে মাতেও সিলভেত্তি নক আউট পর্বের তিন ম্যাচে গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এদিকে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারা কলাম্বিয়া তৃতীয় হয়েছে। স্থান নির্ধারণী খেলায় ফ্রান্সকে ১-০ গোলে হারিয় তৃতীয় হয়েছে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে পেরিয়া গোলটি করেন। এই গোলেই জয় পরাজয় নিশ্চিত হয়। অথচ ম্যাচে ফ্রান্স যেমন খেলায় আধিপত্য বিস্তার করেছে তেমনি আক্রমণও বেশি করেছে।

Exit mobile version