ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। একই সময়ে হওয়া গ্রুপের অন্য ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন চিলির সঙ্গে গোলশূন্য ড্রয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা।
একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে কানাডা গ্রুপ রানার্সআপ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা। ফলে এই গ্রুপ থেকে বিদায় ঘটলো চিলি ও পেরুর।
আর গ্রুপ ‘বি’ থেকে টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ আট প্রায় নিশ্চিত ভেনেজুয়েলার। তবে তিন পয়েন্ট করে পাওয়া একুয়েডর ও মেক্সিকো কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে টিকে আছে। দুই হারে বিদায় নিয়েছে জ্যামাইকা।
‘সি’- গ্রুপ থেকে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটের পথে উরুগুয়ে। আর সমান খেলায় ৩ পয়েন্ট করে নিয়ে শেষ আটের রেসে টিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা। আর দুই হারে বিদায় নিশ্চিত বলিভিয়ার।
‘ডি’ গ্রুপ থেকে ব্রাজিলকে পেছনে ফেলে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে কলম্বিয়া। অন্যদিকে সমান খেলায় এক ড্র ও এক জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের রেসে এগিয়ে কোপা আমেরিকায় ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।