সেরি আ’তে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দারুণ এক সুযোগ ছিল ইন্টার মিলানের। কিন্তু সে সুযোগটা তারা যেনো হেলায় হারাল। বৃহষ্পতিবার সেরি আ’তে ফিওরেন্টিনার কাছে তারা লজ্জাজনক হার হেরেছে। ৩-০ গোলে জয় পেয়েছে ফিওরেন্টিনা। তাদের এ জয় স্বস্তি দিয়েছে নাপোলিকে।
ইন্টার মিলান এ ম্যাচে জয় পেলে ২৩ ম্যাচে শেষ তাদের পয়েন্ট হতো ৫৪। বর্তমানে ইন্টার মিলানের পয়েন্ট ৫১। সমান ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৫৪। সে সময়ে গোল পার্থক্যে ইন্টার মিলান শীর্ষে উঠে আসতো।
ফিওরেন্টিনার বিপক্ষে ইন্টার মিলানের এ ম্যাচটি গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে ফিওরেন্টিনার এডোয়ার্ডোর বোভে অসুস্থ হয়ে পড়ায় ম্যাচটি বাতিল করা হয়েছিল। সে সময় ম্যাচটি ১৭ মিনিটের পর বন্ধ হয়েছিল।
ম্যাচে ময়সে কিন জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেন লুকা রানিয়েরি। কিন গোল করেন ৬৮ ও ৮৯ মিনিটে। রানিয়েরি গোল করেন ৫৯ মিনিটে।
তবে এই ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ইন্টার মিলান দ্রুতই পাচ্ছে। আগামী সোমবার সান সিরোতে তারা আবার মুখোমুখি হবে।