সাত বিভাগের ২৪ টি দল নিয়ে আগামী শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেন্স রাগবি চ্যাম্পিয়নশিপ।
প্রতিযোগিতার বিস্তারিত জানাতে দুপুরে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এম মাহফুজুর রহমান (এফসিএ), ফেডারেশনের সাধারন সম্পাদক আখতার উজ জামান, সহ-সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সদস্য মোঃ সোরওয়ার রকিব, শাহরিয়ার হোসেন আদ্রা, এস এম এ শামীম, মোঃ সিরাজুল ইসলাম ও সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান, টুর্নামেন্ট কমিটি সম্পাদক ও ফেডারেশনের সদস্য আশরাফ উদ্দিন আহমেদ, সিইও নাজমুস সাকিব, আরডিএম সুমাইয়া সুলতানা।
আয়োজকরা জানান, দেশের রাগবিকে তারা বিশ্ব দরবারে নিয়ে যেতে চান। সে লক্ষ্যে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা প্রবাসী খেলোয়াড়দের তারা দেশে নিয়ে আসতে চান।
টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী ক্লাবগুলোঃ ১। সাতক্ষীরা রাগবি ক্লাব ২। মাগুরা জেলা রাগবি ক্লাব ৩। কুড়িগ্রাম রাগবি ক্লাব ৪। গাইবান্ধা লিজেন্ট রাগবি ক্লাব ৫। শরীয়তপুর রাগবি ক্লাব ৬। ছাতক রাগবি ক্লাব, সুনামগঞ্জ ৭। নড়াইল ফাইটার রাগবি ক্লাব ৮। ফরিদপুর পদ্মার পাড় রাগবি ক্লাব ৯। দিনাজপুর মডার্ন রাগবি ক্লাব ১০। গোপালগঞ্জ রাগবি ক্লাব ১১। জামালপুর রাগবি ক্লাব ১২। ঠাকুরগাঁও রাগবি ক্লাব ১৩। ডিমলা রাগবি ক্লাব ১৪। চন্দনগাঁও স্পোর্টিং ক্লাব, চট্রগ্রাম ১৫। গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, চট্রগ্রাম ১৬। রংপুরিয়ান রাগবি ক্লাব, রংপুর ১৭। এস আর রাগবি ক্লাব ১৮। এস এইচ এ একাডেমী ১৯। মনসুর স্পোর্টিং ক্লাব ২০। রহমান ফুটবল একাডেমী ২১। মাদারটেক রাগবি ক্লাব ২২। জয়পুরহাট তরুণ তরুণী রাগবি একাডেমী ২৩। গফুর বেলুচ স্মৃতি সংসদ এবং ২৪। রাগবি ক্লাব অব নারায়নগঞ্জ।