১২ জানুয়ারি, শুক্রবার শুরু হচ্ছে এশিয়ান কাপ ফুটবল ২০২৪। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর চেয়েও বেশি আলোচনা হচ্ছে কোচদের নিয়ে।
কোচদের মধ্যে কেউ এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন, আবার কেউ দলকে নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছেন। এমনকি ইউরোপের শীর্ষ লিগে ট্রফি জেতা কোচও আছেন। আছেন বর্ষসেরা কোচরাও।
এশিয়ান কাপের ডাগআউটে উপস্থিত হতে যাওয়া তারকাদের মধ্যে রয়েছেন ইতালিকে ইউরো জেতানো কোচ রবার্তো মানচিনি, জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, পাওলো বেন্তো, হুয়ান পিজ্জি, হেক্টর কুপার আর ফিলিপে ত্রোসিয়ারদের আগমন ইঙ্গিত দিচ্ছে আলোকিত এই ডাগআউটের।
এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এএফসি এএফসি এশিয়া কাপ টুর্নামেন্টে মোট ২৪টি জাতীয় দল অংশগ্রহণ করবে। সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ম্যাচের সংখ্যা ৫১টি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















