ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ের উত্তেজনা শেষ। তবে লা লিগায় সেই উত্তেজনাটা এখনো ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠের খেলায় অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে বার্সেলোনার ওপর চাপ অব্যাহত রেখেছে। ইনজুরি সময়ের শেষ মুহুর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এ জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবার সেই চার পয়েন্টে নিয়ে এসেছে। ৩২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৩। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৯ পয়েন্ট।
আগের দিন নাটকীয় জয় পেয়েছিল বার্সেলোনা। সেল্টা ভিগোর বিপক্ষে ইনজুরি সময়ে পাওয়া গোলে ৪-৩ গোলে জয় পেয়ে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল বার্সেলোনা। এদিন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ভাগাভাগিটা অনেটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু ৯৩ মিনিটে ফেডেরিকো ভালভার্দে গোল করে রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকিয়ে রাখে।
অবশ্য এর আগে ভিনিসিয়ুস জুনিয়র একবার প্রতিপক্ষের জালে বল ফেলেছিল। কিন্তু রেফারি ভিএআর দেখে তা বাতিল করেন। তার গোল করার আগে অফসাইডের ফাঁদে ধরা পড়েন এনড্রিক।
এর আগে দারুণ এক সুযোগ পেয়েছিলেন জুডে বেলিংহাম। প্রথমার্ধে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। তার নেওয়া হেডের বলটি দারুণ দক্ষতায় বাইরে পাঠিয়ে দিয়েছিলেন বিলবাওয়ের গোলরক্ষক
