ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে আধিপত্য আগেই হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের সম্ভাবনা তাদের নেই। ফলে নতুন লক্ষ্য নির্ধারণ করতে হয়েছে দলটিকে। শীর্ষ চারে টিকে থাকতে লড়ছে তারা। তারই অংশ হিসেবে শনিবার রাতে মূল্যবান এক জয় পেয়েছে। অ্যাওয়ে ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে।মাতেও কোভাচিচ ও নিকো ও’রেইলি গোল করেছেন।
এ জয়ের ফলে ম্যানচেস্টার সিটি চতুর্থ স্থানে উঠে এসেছে। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৮। তবে স্থানটি এখনো নিরাপদ নয়। বরং যে কোনো সময় তা হারাতে পারে। কেননা ৫৭ পয়েন্ট নিয়ে নটিংহাম ফরেস্ট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাছাড়া নটিংহাম ফরেস্ট একটা ম্যাচ কম খেলেছে। তারপরও ম্যানসিটির জন্য একটা স্বস্তির বিষয় হচ্ছে আগামী মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি দল সুযোগ পাবে। সে সুযোগটা হয়তো পেতে পারে তারা।
ম্যানসিটির পাওয়া জয়কে নাটকীয় বললে কম বলা হবে। ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার সব আয়োজন প্রায় শেষ হয়েছিল। ৮৪ মিনিট পর্যন্ত গোল শূন্য ছিল। পরের সময়ে ম্যানসিটি জোড়া গোল করে।
নিকো ও’রেইলি ৮৪ মিনিটে প্রথম গোল করেন। ৯২ মিনিটে মাতেও কোভাচিচগোল করে দলের জয় নিশ্চিত করেন।
প্রিমিয়ার লিগে লিভারপুল ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার গন্ধ পেতে শুরু করেছে। কেননা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে তারা ১৩ পয়েন্ট এগিয়ে রয়েছে। ফলে বাকি থাকা ৬ ম্যাচের ৩ মাচে জয় পেলেই লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়ে যাবে
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















