সেরি আতে নাটকীয় এক জয় পেয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠের খেলায় ভেরোনাকে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটো গোলই হয়েছে ম্যাচের অন্তিম মুুহুর্তে। খেপরান থুরাম ও টেউন কুপমেইনার্স গোল দুটো করেন।
গত সপ্তাহে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া জুভেন্টাস এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ২৭ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। ৫৭ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে নাপোলি। আর ৫৫ পয়েন্ট নিয়ে আটালান্টা তৃতীয় স্থানে।
এ জয়ের ফলে একটা কীর্তি গড়েছে জুভেন্টাস। গত এক মাসে জুভেন্টাস একমাত্র দল যারা সেরি আতে সবগুলো ম্যাচে জয় পেয়েছে।
নিজেদের মাঠের এ খেলায় জুভেন্টারেস একচ্ছত্র আধিপত্য ছিল। অন্তত ত্রিশটি সুযোগ তারা তৈরি করেছে। তবে গোলের দেখা পাওয়াটা তাদের কঠিন হয়ে পড়েছিল। অনেক সময় জুভেন্টাসের খেলোয়াড়রা তাদের শট লক্ষ্যে রাখতে পারেনি। আবার কোনো কোনো সময় ভেরোনার গোলরক্ষক তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান।
অবশেষে ৭২ মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। খেপরান থুরাম করেন এ গোলটি। আর ৯০ মিনিটে টেউন কুপমেইনার্স গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন।