শেষ মুহুর্তে আঁতোয়া গ্রিজম্যানের শোতে লা লিগায় নাটকীয় জয়ে শীর্ষস্থানের লড়াইয়ে টিকে থাকলো আতলেতিকো মাদ্রিদ। রোববার রাতে তারা নিজেদের মাঠের খেলায় পিছিয়ে পড়েও সেভিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে।
এ জয়ের ফলে আতলেতিকো মাদ্রিদ ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৮। তারা একটা ম্যাচ বেশি খেলেছে। ১৬ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে।
সেভিয়াকে হারানোর মাঝ দিয়ে আতলেতিকো মাদ্রিদ জয়ের ধারা অব্যাহত রেখেছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ জয় তাদের। এ ম্যাচে সেই কীর্তিতে ধাক্কা লাগার একটা শঙ্কা তৈরি হয়েছিল। গ্রিজম্যানের জোড়া গোল সেই শঙ্কা থেকে রক্ষা করেছে।
অবশ্য ঘরের মাঠে আতলেতিকোর শুরুটা ছিল ঈর্ষনীয়। শুরুতে আঁতোয়া গ্রিজম্যানের জোরালো শট কাঁপিয়ে দিয়েছিল সেভিয়ার ক্রসবার। শুধু তাই নয়, ম্যাচের দশম মিনিটে রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। তার রকেট গতির শট সেভিয়ার গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে জালে আশ্রয় নেয়।
ম্যাচে ফিরতে মোটেও সময় নেয়নি সেভিয়া। দুই মিনিট পর ডোডি লুকেবাকিও সেভিয়াকে ম্যাচে ফেরান। শুধু তাই নয়,৩২ মিনিটে ইসাক রোমেরো গোলে সেভিয়া এগিয়ে যায়। বিরতির পর জুয়ানলু সানচেজ গোল করে সেভিয়াকে ৩-১ গোলে এগিয়ে নেন। তার এই গোলে একদিকে সেভিয়া যেমন জয়ের স্বপ্ন দেখতে থাকে তেমনি আতলেতিকোর সমর্থকরা হারের শঙ্কায় শঙ্কিত হয়ে পড়ে।
সমর্থকদের সেই শঙ্কা থেকে রক্ষা করেন আঁতোয়া গ্রিজম্যান। ৬২ মিনিটে তিনি ব্যবধান কমান। ৭৯ মিনিটে স্যামুয়েল লিনো সমতায় ফেরান। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে সেই কাঙ্খিত গোলটি পায় আতলেতিকো। ৯৪ মিনিটে আঁতোয়া গ্রিজম্যান গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন।