আগের ম্যাচে বসনিয়াকে গোল বন্যায় ভাসিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছিল জার্মানি। ফলে মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জার্মানির জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে জার্মানি।
ড্র’র ফলে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে জার্মানি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে।তাদের সঙ্গী হয়ে শেষ আটে পৌঁছেছে নেদারল্যান্ডস। শেষ ম্যাচে তারা বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। নেদারল্যান্ডসের পয়েন্ট ৯। হাঙ্গেরি ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলবে।
আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এ ম্যাচ নিয়ে তেমন একটা মাথা ব্যাথা ছিল না জার্মান কোচের। দলে একাধিক পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন তিনি। বসনিয়ার বিপক্ষে আগের ম্যাচে খেলা দলটিতে ৯ পরিবর্তন এনেছিলেন। ফলে আক্রমণের ধার তেমন একটা ছিল না। গোলের সুযোগ তৈরিতে যথেষ্ঠ ভুগতে হয়েছে তাদের।
বিপরীতে স্বাগতিক হাঙ্গেরি দল যথেষ্ঠ উজ্জ্বীবিত খেলা উপহার দিয়েছে। খেলায় যেমন গতি ছিল তাদের, তেমনি ছিল আক্রমণের ধার। বেশ কয়েকবার তারা জার্মানির গোলরক্ষকের পরীক্ষাও নিয়েছে। বিরতির পর ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল জার্মানি। দ্বিতীয়ার্ধে খেলায় যথেষ্ঠ আধিপত্য বিস্তার করে। তারই ধারাবাহিকতায় ফেলিক্স ৭৬ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে নেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি সফরকারীদের। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে হাঙ্গেরি পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরায়। ইনজুরি সময়ে নবম মিনিটে গোলটি করেন ডোমিনিক।