প্রিমিয়ার লিগের প্রথম পর্ব জয়ে শেষ করতে চেয়েছিল আবাহনী লিমিটেড। কিন্তু তা হয়নি। তাদের এই চাওয়া পূরণ হতে দেয়নি ব্রাদার্স ইউনিয়ন। মুন্সিগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
আবাহনী এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে কোনো গোল করতে ব্যর্থ হলো। এর আগে তারা ফর্টিস ও মোহামেডানের জালে বল পাঠাতে ব্যর্থ হয়েছে। এমন ব্যর্থতা সত্ত্বেও পয়েন্ট টেবিলে দারুণ স্থানে জায়গা করে নিয়েছে আবাহনী। বসুন্ধরা কিংস যেখানে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে সেখানে ৯ ম্যাচে ৬ জয় আর দুই ড্রতে ২০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। মোহামেডান ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।
প্রথমার্ধে ব্রাদার্স বেশ কিছু আক্রমণ গড়েছে। শুধু তাই নয়, আধিপত্যও ছিল তাদের। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানো চেষ্টা করেছে আবাহনী। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা।
প্রথম পর্বের শেষ ম্যাচে ফর্টিস এফসি ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয় এ ম্যাচটি। ৩৪ মিনিটে গাম্বিয়ার খেলোয়াড় ঈসা জাল্লো করেন একমাত্র গোলটি। ১১ পয়েন্ট নিয়ে তারা ছয়ে রয়েছে।