দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শেষটা ভালো হলো না আর্জেন্টিনার। গুয়াইয়াকিলে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
অধিনায়ক লিওনেল মেসি ছিলেন না ম্যাচে। বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। সর্বশেষ ভেনেজুয়েলার বিপক্ষে খেলা ম্যাচে পাঁচ পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন স্ক্যালোনি। কিন্তু শেষটা ভালো না তাদের। ৩১ মিনিটে নিকোলাস ওতামেন্দির লাল কার্ড দেখা আর প্রথমার্ধে যোগ করা ১৩ মিনিটে এনের ভ্যালেন্সিয়ার পেনাল্টি গোলে তেতো স্বাদ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আর্জেন্টিনকে।
এই হার সত্ত্বেও বিশ্বকাপ বাছাইযে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ দল হিসেবেই চূড়ান্ত পর্বে খেলবে আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের।
পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে। ডান প্রান্ত থেকে আর্জেন্টিনার বক্সে ভেসে আসা বল দখলের চেষ্টা করেছিলেন নিকোলাস তালিয়াফিকো ও ইকুয়েডরের ডিফেন্ডার অ্যাঞ্জেলো প্রিসিয়িাদো। দুজনেই লাফিয়েছিলেন শুন্যে। তালিয়াফিকোর কনুই গিয়ে প্রিসিয়াদোর মুখে লাগে। রেফারি ফাউলের বাঁশি বাজাননি। কিন্তু ভিডিও অ্যাসিন্টান রেফারি জানিয়ে দেন এটা পেনাল্টি। ভ্যালেন্সিয়া দারুণ শটে গোল করে দলকে এগিয়ে নেন।
মেসির অনুস্থিতিতে ১০ নম্বর জার্সি গায়ে চড়িয়েও সুবিধা করতে পারেননি মাস্তানতুয়োনো।
আর্জেন্টিনার বিপক্ষে এর আগে ইকুয়েডর সর্বশেষ জিতেছিল ২০১৫ সালের বিশ্বকাপ বাছাইয়ে। ব্রাজিলের পর দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে হারালো ইকুয়েডর। এই হারের পরও বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখবে আর্জেন্টিনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















