শেষ ম্যাচে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

নারী কোপা আমেরিকা

লাল কার্ড দেখেন ব্রাজিলের লোরেনা

নারী কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাজিল। কলাম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রতেও তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো বাধা হতে পারেনি। চার ম্যাচের তিনটিতে জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ড্র’র সুবাদে ৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের সঙ্গী হয়ে কলাম্বিয়া সেমিফাইনালে নাম লিখিয়েছে। ব্রাজিলের লোরেনা ২৪ মিনিটে লাল কার্ড দেখেন।

সোমবার থেকে শুরু হবে সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা কলাম্বিয়ার মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। এ ম্যাচটি ২৯ জুলাই মাঠে গড়াবে।

আর্জেন্টিনা গ্রুপ পর্বের সব কটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। চার ম্যাচে তাদের গোল সংখ্যা মাত্র ৬। অন্যদিকে কলাম্বিয়া এক ম্যাচে ড্র করলেও চার ম্যাচে গোল করেছে ১২টি।

নারী কোপা আমেরিকায় সবচেয়ে সফল দল ব্রাজিল। ৯ আসরের আটটিতেই তারা শিরোপা জয় করেছে। সর্বশেষ চার আসরেই চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম আসরের চার আসরেও তারা চ্যাম্পিয়ন। একবার শুধু শিরোপা জয় করেছে আর্জেন্টিনা।

Exit mobile version