লা লিগায় খুব একটা সুবিধা করতে পারছে না বার্সেলোনা। কোপা দেল রেতেও একই অবস্থায় পড়ার শঙ্কা জেগেছিল দলটির। সহজ জয়ের পথে থাকা ম্যাচ কঠিন করে বার্বাস্ত্রোকে ৩-২ গোলে হারিয়েছে ক্যাটালান ক্লাবটি।
প্রথম বিভাগের দল বার্সেলোনা। অন্যদিকে বার্বাস্ত্রো চতুর্থ বিভাগের। কিন্তু ম্যাচে সে পার্থক্যটা উড়িয়ে দিয়েছিল বার্বাস্ত্রো। বার্সেলোনার হয়ে ফার্মিন লোপেজ, রানফা ও রবার্ট লেফানদোভস্কি গোল করেছেন।
১৮ মিনিটে কঠিন করে পাওয়া জয়ের ম্যাচে লোপেজ গোলের সূচনা করেছিল। রাফিনহার ক্রস থেকে গোলটি করেন তিনি।
৫১তম মিনিটে প্রথম গোলের রূপকার রাফিনহা এবার নিজেই গোল করেন। বার্সেলোনার হয়ে অভিষেক হওয়া হেক্টর ফোর্ট ছিলেন এ গোলের রূপকার। বিরতির পরপরই এ গোলের মাঝ দিয়ে বার্সেলোনা সহজ জয়ের স্বপ্ন দেখছিল। তাছাড়া ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনার।
৬০ মিনিট পিছিয়ে পড়া স্বাগতিক সমর্থকদের ম্যাচে ফেরান আদ্রিয়া ডি মেসা। খেলায় ফেরে প্রতিদ্বন্দ্বিতা।
বার্বাস্ত্রো শুধু ব্যবধান কমায়নি, তারা সমতা আনারও সুযোগ পেয়েছিল। কিন্তু সে সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। বরং ৮৮ বদলি খেলোয়াড় লেভানডোভস্কি পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৩-২ গোলে এগিয়ে দেন।
ইনজুরির কারণে যোগ করা সময়ে বার্সেলোনাকে চেপে ধরে বার্বাস্ত্রো। পেনাল্টি থেকে ব্যবধান কমালেও অবশ্য বার্সার জয়ে বাধা হতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











