বড্ড নির্মমভাবে শেষ হলো লিওনেল মেসির ক্লাব বিশ্ব কাপের মিশন। রোববার রাতে মার্সিডেজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে নাস্তানাবুদ হয়েছে। ৪-০ গোলে হেরেছে। চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। জোড়া গোল করেছেন হোয়াও নেভেস। একটি করেছেন আচরাফ হাকিমি। অন্যটি ছিল আত্মঘাতি গোল।
এ জয়ের মাঝ দিয়ে প্যারিস সেন্ত জার্মেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। শেষ চারে ওঠার লড়াইয়ে তারা ফ্লামেঙ্গো ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে।
পিএসজি ও ইন্টার মায়ামির মধ্যে ব্যবধান বিস্তর। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে সেটা ছিল স্পষ্ট। এই পার্থক্যটা বোঝাতে মোটেও দেরি করেনি পিএসজি। ম্যাচের শুরুতেই ফরাসি ক্লাবটি গোল করে এগিয়ে যায়। এর মাঝ দিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ম্যাচে মায়ামিকে যেমন খুঁজে পাওয়া যায়নি তেমনি নিষ্প্রভ ছিলেন মেসি। পিএসজির খেলোয়াড়রা তাকে এমনভাবে ঘিরে রেখেছিল যে, এ সময়ে তার কাছে তেমন কোনো বলই পৌঁছাতে পারেনি। ফলে মেসিও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি।
ম্যাচের ষষ্ঠ মিনিটে হোয়াও নেভেসের গোলে এগিয়ে যায়। পিএসজি তাদের পরবর্তী তিন গোল পায় প্রথমার্ধের শেষ ছয় মিনিটে। নেভেস ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করেন। ইনজুরি সময়ে আচরাফ স্কোরশিটে নাম লেখান। তার আগে আত্মঘাতি গোল হজম করে মায়ামি।
দ্বিতীয়ার্ধে অবশ্য মায়ামির খেলায় ব্যাপক পরিবর্তন আসে। তবে তা খেলার ফলে কোনো পরিবর্তন আনেনি। ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। মেসির তৈরি করা উৎস থেকে সুয়ারেজ গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















