স্পেন, ফ্রান্স, সৌদি আরব ঘুরে আবার সেই শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। অশ্রুভেজা চোখে শুক্রবার নেইমার যখন সান্তোস ক্লাবে পৌঁছান তখন স্টেডিয়ামের ইলেকটনিক বোর্ডে ভেসে ওঠে ‘দ্য প্রিন্স ইস ব্যাক’।
সান্তোসের সঙ্গে নেইমারের প্রাথমিক চুক্তি হয়েছে ছয় মাসের। ইনজুরির কারণে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চু্ক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি শেষ করে সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এ তারকার সঙ্গে যখন সান্তোসের কথাবার্তা শুরু হয় তখন থেকেই ক্লাব সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইয়ে যায়। নেইমারকে পেয়ে কতটা উচ্ছ্বস্তি সান্তোসের সমর্থকরা তা প্রথম দিনেই তারা তা বুঝিয়ে দিয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে ভিলা বেলমিরো স্টেডিয়ামে ২০ হাজার সমর্থক উপস্থিত হয়েছিল। নেইমারকে পেয়ে তারা আতশবাশির ফুলঝুড়ি ছুটিয়েছে। প্রায় তিন ঘন্টা আনন্দে উৎসবে মেতে ছিল তারা। নেইমারকে বরণ অনুষ্ঠানে স্থানীয় গায়করা গানও গেয়েছে।
পুরানো ক্লাবে ফিরতে পেরে নেইমার নিজেও উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি। আমরা এখানে দারুণ সময় কাটাব।’
এর আগে ব্যক্তিগত জেটে নেইমার সৌদি আরব থেকে সাও পাওলোতে আসেন। সেখান থেকে হেলিকপ্টারে তিনি সান্তোসের মাঠে আসেন। একটা ভিডিওতে দেখা যায় নেইমার তার সেই পুরানো ১০ নম্বর জার্সি ব্যবহার করেননি। বরং তিনি পেলের ১০ নম্বর জার্সি পড়েছেন। জার্সি নম্বর সম্পর্কে নেইমার বলেন, এটা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার।
আল হিলালে নেইমারের সময়টা মোটেও ভালো যায়নি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। ১৮ মাসে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। এ সময়ে গোল করেছেন মাত্র একটি।