একটা সময় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের আশা ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন শ্যুটাররা। এখন কেবলই হতাশার গল্প। পদক জয়ের লড়াইতো দূরের কথা। সে পর্যন্ত যেতেই পারছেন না তারা। প্যারিস অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকেই বিদায় নিতে হলো রবিউল ইসলামকে। ৪৯ প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
ফ্রান্সের সাতেউরো শ্যুটিং কমপ্লেক্সে অংশ নেয়া ৪৯জন প্রতিযোগী শীর্ষ আটে জায়গা করে নেয়ার লড়াইয়ে নেমেছিলেন। ৬২৪.২ স্কোর করে রবিউল হয়েছেন ৪৩তম।
বাংলাদেশের শ্যুটাররা অলিম্পিকে ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে খেলেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকী ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন। অলিম্পিকে যা বাংলাদেশী কোন শ্যুটারের সর্বোচ্চ অর্জন।
দেশ ছাড়ার আগে রবিউল শীর্ষ আটে খেলার প্রত্যাশা জানিয়েছিলেন। কিন্তু নিজের ব্যক্তিগত স্কোরটিও করতে পারেননি। ৬২৮ তার সর্বোচ্চ স্কোর হলেও প্যারিসে করলেন ৬২৪ প্লাস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















