নেপালে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর আলফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পায় মারুফুল হকের শিষ্যরা। বাংলাদেশ ২২ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে।
১৮তম মিনিটে মিরাজুল ইসলামের গোলের পর ম্যাচের একেবারে শেষদিকে ব্যবধান বাড়ান পিয়াস আহমেদ নোভা। সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধানটা আরও বাড়াতে পারতো বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়ে বাংলদেশের যুবাদের।
বাংলাদেশ দল প্রথম গোল পায় লঙ্কান রক্ষণের ভুলের কারণে। রাব্বি হোসেনের ক্রস থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি মিরাজুল। দলকে এগিয়ে নেয়ার পর আগে থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে স্মরণ করেন মিরাজুল। যেখানে লেখা ছিলো ‘‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে/ মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’
অবশ্য এই কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে তরুণ এই ফুটবলারকে। আন্তর্জাতিক ম্যাচে যে কোন বার্তাকেই অপরাধ হিসেবে গণ্য করে ফিফা। তবে সেসব জেনেই এই কাজ করেছেন মিরাজুল।
২৯তম মিনিটে রাব্বির বাড়ানো বলে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিলো রুস্তম দুখু মিয়ার। কিন্তু সুযোগ নষ্ট করেন তিনি। সুযোগ নষ্ট করেন মিরাজুলও। প্রথমার্ধের একেবারে শেষ দিকে লঙ্কান গোলরক্ষককে একা পেরেও বরাবর মারেন মিরাজুল।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় প্রাধান্য বিস্তার করে খেলেন রাব্বি, চন্দন ও ইফতেখাররা। খেলা শেষ হওয়ার কিছু সময় আগে পিয়াস বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন।