নতুন অধিনায়ক নতুন দল! হাঁ… আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে এভাবেই পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শক্তিশালী টি-টোয়েন্টি দল গঠন করতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
যা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়েই! যেখানে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সফরে লিটনের সহকারী হিসেবে দায়ীত্ব পালন করবেন ডানহাতি অফব্রেক বোলার শেহ মাহেদী হাসান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তার জন্য বুধবার উড়াল দিয়েছে শান্ত-লিটনরা। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানে উড়াল দেবে টিম বাংলাদেশ।
শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আরব আমিরাতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিয়ে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাওয়া কঠিন শান্তর।
অপ ফর্মে থাকায় শান্তকে বাদ দিয়ে নতুনদের নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারে টিম ম্যানেজমেন্ট। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে ওয়ানডাউনে থাকছেন অধিনায়ক লিটন দাস।
চারে থাকছেন সৌম্য সরকার। জাতীয় দলের এই ব্যাটার টি-টোয়েন্টিতে ঝড় তুলতে নিজেকে প্রস্তুত করছেন। পাঁচে থাকছেন তাওহীদ হৃদয়। দীর্ঘ দিন ধরেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই পজিশন নিজের দখলে রেখেছেন এই ব্যাটার।
ছয়ে থাকছেন ছয়ে জাকের আলী। আর সাতে থাকছেন রিশাদ হোসেন। আটে থাকছেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান। এছাড়া তিন পেসার নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে সুযোগ পাবেন নাহিদ রানা ও হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
এক নজরে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ দেখে নিন।
পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশঃ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), নাহিদ রানা, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।