বার্সেলোনা, প্যারিস সেন্ত জার্মেই ঘুরে ব্রাজিলের ক্লাব সান্তোসে থিতু হয়েছেন নেইমার। রবিবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে দারুণ এক গোল করেছেন তিনি। নেইমার সরাসরি কর্নার কিক থেকে গোল করেন। তার গোলে সান্তোস ৩-০ ব্যবধানে হারিয়েছে ইন্টারন্যাসিওনাল ডি লিমেরিয়াকে।
ম্যাচের ২৭ মিনিটের ঘটনা। মাঠের বাম দিকে তার নেওয়া কর্নার কিকটি দূরের পোস্টে আঘাত হেনে জালে আশ্রয় নেয়। নিজের এ গোলের আগে একটা গোলের রূপকার ছিলেন নেইমার। এই কর্নার থেকেই গোলের সূচনা হয়েছিল। নেইমারের নেওয়া কর্নার কিকে হেড করে গোল করেছিেলেন টিকুইনহো সোয়ারেস।
গত জানুয়ারিতে নেইমার সান্তোসে যোগদান করেছেন। প্রাথমিকভাবে সান্তোসের সঙ্গে নেইমারের ছয়মাসের চুক্তি হয়েছে। এই সময়ে ছয় ম্যাচ খেলে করেছেন দুই গোল।
৩৩ বছর বয়সী নেইমার ইনজুরির কারণে বড় একটা সময় মাঠের বাইরে ছিলেন। ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে তিনি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলে আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামার লক্ষ্য নেইমারের। সে লক্ষ্য নিয়ে অনুশীলন করে চলেছেন। আগামী মার্চ মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল দুটো ম্যাচ খেলবে। ২০ মার্চ নিজেদের মাটিতে কলাম্বিয়ার মুখোমুখি হবে তারা। আর ২৫ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।