দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজে ফিরিয়েছিল সমতা। শুধু তাই নয়, সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নকে করেছিল উজ্জ্বল। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে হেরে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৮ উইকেটে হেরেছে। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরেছে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের ফলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বাংলাদেশকে এখন বাছাই পর্বে অংশ নিতে হবে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই ফিরে যান ওপেনার মুর্শিদা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আখতার দলকে দারুণ একটা অবস্থানে নিয়ে যান। ৬২ রানের জুটি তাদের। ফারজানা ২২রান করেন, শারমিনের সংগ্রহ ছিল ৩৭ রান। সোবহানা মোস্তারিও দারুণ একটা ইনিংস খেলেছেন। ২৫ রান করেছেন। তবে শেষ ছয় ব্যাটার তেমন একটা অবদান রাখতে পারেননি। ছয় ব্যাটারের মোট রান ছিল ৮। ফলে ৪৩.৫ ওভারে ১১৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের শেষ দিকের ব্যাটারের সঙ্গে যেন মিতালি করেছিল বোলাররা। ব্যর্থতা ছিল তাদের সঙ্গী। ফলে ওয়েস্ট ইন্ডিজের রান বেড়েছে দ্রুতগতিতে। মাত্র ২ উইকেট হারিয়ে ২৭.৩ ওভারে তারা জয় তুলে নেয়। নাহিদা আকতার ও মারুফা আকতার একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১১৮/১০ (৪৩.৫ ওভার)। (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২, নিগার ১১; কারিশমা ৪/১২, জাইদা ২/১৫)।
ওয়েস্ট ইন্ডিজ: ১২২/২ (২৭.৩ ওভার)। (কিয়ানা ৩৯, ডটিন ৩৩, শেমাইন ২৫, ম্যাথুস ২২; নাহিদা ১/২৫, মারুফা ১/৩৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
সিরিজের ফল: ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী।