অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় তারা ৪-০ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে ছিল। সার্কো, কারিজো ও সিলভেত্তি গোলগুলো করেন। কারিজো করেন জোড়া গোল।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেক্সিকোর মুখোমুখি হবে। আগামী ১১ অক্টোবর এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। মেক্সিকো আগের দিন স্বাগতিক চিলিকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে আসে। গ্রুপ পর্বে অবশ্য মেক্সিকো খুব একটা স্বস্তিতে ছিল না। গ্রুপে তিন ম্যাচের মাত্র একটিতে জয় পায়। তবে ছিল অপরাজিত। অন্য দুই ম্যাচে ড্র করেছিল।
অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায়র শুরুতেই নাইজেরিয়াকে থমকে দেয় তারা। মাত্র দ্বিতীয় মিনিটে গোলের দেখা পায় দলটি। সার্কো করেন গোলটি। এ গোল নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত চার গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ২৩ মিনিটে কারিজো গোল করে গোলের সংখ্যা দ্বিগুন করেন। বিরতির পর আবার গোল করেন তিনি। ৬৬ মিনিটে সিলভেত্তি গোল করে বড় জয় নিশ্চিত করেন।
এদিন কলাম্বিয়া ৩-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এছাড়া অতিরিক্ত সময়ের গোলে নরওয়ে ১-০ ব্যবধানে প্যারাগুয়েকে এবং ফ্রান্স ১-০ জাপানকে হারিয়েছে।
কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়া স্পেনের এবং ফ্রান্স নরওয়ের মুখোমুখি হবে। আজ অন্য দুই কোয়ার্টার ফাইনালিস্ট চূড়ান্ত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















