এসি মিলানকে হারিয়ে এশিয়া সফরে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। বুকায়ো সাকা একমাত্র গোলটি করেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বুধবারের এ ম্যাচে আর্সেনাল একমাত্র গোলটি পায় ৫৩ মিনিটে।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ইউরোপীয়ান ক্লাবের লড়াই দেখতে প্রায় ২৩ হাজার দর্শক উপস্থিত হয়েছিল। মূল ম্যাচ শুরুর আগে উভয় দল টাইব্রেকারে অংশ নেয়।
এ সফরের মাঝ দিয়ে উভয় দল তাদের খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করছে। তাদের নতুন সংগৃহীত খেলোয়াড়দের যাচাই করছে। তবে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিজেদের মেলে ধরাটা বেশ কঠিনই ছিল। এ মৌসুমে একমাত্র নতুন খেলোয়াড় ক্রিস্টিয়ান নর্গার্ডকে একাদশে রেখেছিলেন আর্সেনাল কোচ। দারুণ সব পাস দিয়েছেন এই নতুন রিকু্রট। তাছাড়া বুকায়া সাকো ও বেন হোয়াইটের মধ্যে বোঝাপড়াটা ছিল দারুণ। তবে দুর্ভাগ্য রিকার্ডো কালাফিওরির। প্রথমার্ধে দারুণ এক সুযোগ পেয়েও তিনি কাজে লাগাতে পারেননি। দারুণ এক হেড নিয়েছিলেন, কিন্তু বল লাইন ক্রস করার আগে এসি মিলান গোলরক্ষক বল বাইরে পাঠিয়ে দেন।
শেষ পর্যন্ত কিয়িওর ও সাকার দারুণ বোঝাপড়ায় আর্সেনাল গোল পায়।
এশিয়া সফরে আর্সেনাল আরো একটা ম্যাচ খেলবে। আগামী শনিবার অনুষ্ঠিতব্য এ ম্যাচটির আয়োজক হংকং। আর এ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের। অন্যদিকে এসি মিলান খেলবে লিভারপুলের বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















