সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব লিভারপুলের। হারটা যেন এখন দলটার নিত্য সঙ্গী। বুধবার কারাবাও কাপে ক্রিস্টাল প্যালেসের কাছে ০-৩ গোলে হেরেছে। এই হার তাদেরকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।
শুধু কারাবাও কাপ নয়, অন্য সব টুর্নামেন্টেও নাজুক অবস্থা লিভারপুলের। এটা নিয়ে সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতে হেরেছে তারা। ইসমায়েল সার জোড়া গোল করেছেন, অন্য গোলটি করেন ইয়েরেমি পিনো।
ম্যাচে লিভারপুল কোচ আর্নে স্লট বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন। গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের কাছে হারা দলটিতে দশ পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন। খেলায়াড় পরিবর্তন করলেও ফলাফলে কোনো পরিবর্তন তিনি আনতে পারেননি।
একের পর এক হারে আর্নে স্লটের ওপর চাপ বাড়ছে। তিনি বলেন, হ্যাঁ এটা ঠিক যে, ফুটবল খেলায় যে কোনো হার বড় এক আঘাত। বিশেষ করে ম্যাচ ম্যাচ হার যদি টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় তাহলে তা আরও বড় আঘাত হয়ে দেখা দেয়। একের পর এক ম্যাচ হারার অনেক কারণ আছে। হারের কারণ হিসেবে আমি অনেক কারণ উপস্থাপন করতে পারি। কিন্তু সেগুলো মোটেও যথেষ্ঠ হবে না। কেননা, লিভারপুলের মতো ক্লাবের জন্য পাঁচ বা ছয় বা সাত ম্যাচ হারা খুবই বাজে ব্যাপার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















