নয়া দিল্লির ডক্টর আমবেদকার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ভারতের নারী ফুটবল লিগে আজ আবার মাঠে নামছে সানজিদা আকতারের ইস্ট বেঙ্গল। জয় দিয়ে লিগ মিশন শুরু করেছিল দলটি। তারপর থেকে দলটির সঙ্গে আর সাফল্যের দেখা নেই। টানা আট ম্যাচে পয়েন্ট হারিয়েছে দলটি। সাত ম্যাচে হার, এক ম্যাচে ড্র।
আজ সানজিদার ম্যাচ দিল্লির হপস এফসির বিপক্ষে। হপস দলটি বেশ শক্তিশালী। যদিও সাত দলের এই লিগে পয়েন্ট টেবিলে ইস্ট বেঙ্গলের ঠিক উপরের তাদের অবস্থান কিন্তু দুই দলের মধ্যেকার পয়েন্টের ব্যবধানটা বেশ বড়। ইস্ট বেঙ্গল ৯ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আর হপস পঞ্চম স্থানে থাকলেও তাদের পয়েন্ট ১০। তারা আট ম্যাচ খেলেছে। জয় পেয়েছে তিন ম্যাচে।
সানজিদা আকতার একমাত্র বিদেশি হিসেবে ইস্ট বেঙ্গলে খেলছেন। প্রথম ম্যাচেই দারুণ এক গোল করে সবার নজর কাড়েন তিনি। এ পর্যন্ত এই এক গোলই সানজিদার ভান্ডারে।