বয়স মাত্র ২১। খেলাধূলার জন্য এই বয়সটা সবচেয়ে উপযোগী। অথচ আনাই মগিনি এই বয়সে খেলা ছেড়ে দিয়েছেন। করেছেন বিয়ে, করছেন ব্যবসা। সাফ জয়ী পার্বত্য খাগড়াছড়ির আনাই মগিনি ফুটবলকে ছেড়ে এই জীবন বেছে নিয়েছেন। জানা গেছে, তিনি আর ফুটবলে ফিরবেন না।
আনুচিং মগিনি ও আনাই মগিনি- দুই বোন। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন। অতটুকুই। মাঠের নামার সুযোগ পাননি তারা। ফলে ২০২২ সালে আনুচিং অবসর নেন। আনাই ক্যাম্পে থাকলৌ ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপের দলে জায়গা পাননি। সাফের আগে দল ভুটান সফরে যায়। সেখানে আনাইয়ের জায়গা হয়নি। খেলার সুযোগ না পেয়ে অভিমান থেকে আনাই ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন।
খাগড়াছড়ির একেবারে নিম্নবিত্ত পরিবারে জম্ম দুই বোনের। অভাব অনটনের কারণে সংসারে যমজ কন্যা সন্তানের আগমন বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারেনি। বরং তারা দুই মেয়েকে দত্তক দিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তাদের সামনে এসে দাঁড়ান বীরসেন চাকমা। এই শিক্ষক তাদের পাশে দাঁড়ান। দুই মেয়েকে ফুটবল হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেন। ফুটবলার তারা ঠিকই হয়েছিলেন, কিন্তু স্বপ্ন পূরণ না হওয়ায় ফুটবলকে বিদায় বলেছেন তারা।