সাফের মুকুট জিতে এবার এএফসি বাছাইয়ের স্বপ্নে অ-২০ নারী দল

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সাফল্যের পর এবার বড় মঞ্চে নামার প্রস্তুতিতে ব্যস্ত সাগরিকা-শান্তিরা। ২-১০ আগস্ট লাওসে বসবে এএফসি অ-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তিমুরলিস্তে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ পাবে মূল পর্বে খেলার টিকিট।

সাফ জয়ের পর দলের মেজাজ ফুরফুরে হলেও লক্ষ্য এখন আরও বড়। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা বললেন, ‘আসলে আমরা অনেক প্রস্তুত আছে। এর থেকে আরও ভালো কিছু করতে হবে আমাদের। তাহলে আমরা ভালো কিছু করতে পারবো।’

দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়া, যাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই বলে জানালেন সাগরিকা। ‘প্রতিপক্ষ সম্পর্কে আমাদের জানা নেই… কোচ যেই নির্দেশনা দেন, সেটা মেনে খেলতে হবে।’

বাংলাদেশ এর আগে অ-১৬ পর্যায়ে এএফসি মূল পর্বে খেলেছে। কিন্তু অ-২০ স্তরে এখনো সেই সাফল্য অধরা। সিনিয়র দলের মতো ইতিহাস গড়তে প্রস্তুত তরুণীরা। প্রত্যাশা চাপ নয়, প্রেরণা হিসেবে নিচ্ছেন সাগরিকা। ‘আমরা চাই দেশের মানুষ যেভাবে সাপোর্ট করতেছে… ধারাবাহিকভাবে করলে ভবিষ্যতে এর থেকে ভালো কিছু উপহার দিতে পারবো।’

নিজেকে প্রমাণ করে সিনিয়র দলে জায়গা করে নিতে চাইলেও তা নির্ভর করছে কোচের ওপর। ‘আমি ভালো পারফরম্যান্স করতেছি কিনা সেটা কোচ জানে। আমি চেষ্টা করছি।’

সাগরিকার বিশ্বাস, প্রতিযোগিতামূলক পরিবেশই দলকে আরও শক্ত করবে। ‘প্রতিটি পজিশনে একাধিক প্লেয়ার থাকলে ভালো করার জেদ কাজ করে।’

নিজের সেরা মুহূর্ত বলতে গিয়ে বললেন, ‘ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলটা সেরা, আর হ্যাটট্রিকটা স্মরণীয়।’

Exit mobile version