দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ-ভারত দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সিনিয়র হোক কিংবা জুনিয়র, দুই দেশের মুখোমুখি লড়াই সবসময়ই দর্শকদের টানতে বাধ্য। সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
আজ (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া শহরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে একটি ড্র করেছে, অন্যদিকে স্বাগতিক ভারত তাদের সবকটি ম্যাচেই জয় পেয়েছে।
তবুও বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের ঘাটতি নেই। কোচ গোলাম রব্বানী ছোটনের ভাষায়, “ছেলেরা দুর্দান্ত ফুটবল খেলছে, ফাইনালের জন্য আমরা প্রস্তুত। এবারও ট্রফি জিতে দেশে ফিরতে চাই।”

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এখন পর্যন্ত টুর্নামেন্টে তিন গোল করেছেন এবং একাধিক অ্যাসিস্ট করেছেন। তিনি বলেন, “ভারত ভালো দল, কিন্তু আমরাও পিছিয়ে নেই। আমাদের লক্ষ্য একটাই—শিরোপা।”
ভারতীয় কোচ বিবিয়ানো ফের্নান্দেস বাংলাদেশকে নিয়ে যথেষ্ট সতর্ক। তিনি বলেন, “বাংলাদেশ সেমিফাইনালে দারুণ খেলেছে। তাদের প্রতি সম্মান রেখে মাঠে নামবো।”

সাফ অনূর্ধ্ব-২০-তে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ এও সেই সাফল্য ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে তরুণ ফুটবলাররা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















