সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে হঠাৎ ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে আলোচনার জন্ম দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ চারটি ম্যাচ আজ ও শনিবার অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে, যেখানে গ্যালারি না থাকায় কোনো দর্শক প্রবেশের সুযোগ থাকছে না।
বুধবার সন্ধ্যায় সাফ ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ৭ থেকে ১০ নম্বর ম্যাচগুলো কিংস অ্যারেনার অনুশীলন মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২১ জুলাইয়ের শেষ দিনের ম্যাচগুলোর বিষয়ে এখনো নিশ্চিত ঘোষণা আসেনি।
বাফুফে যদিও আনুষ্ঠানিকভাবে কেবল আজকের দিনের দুই ম্যাচ ভেন্যু বদলের কথা জানিয়েছে, তবে ধারণা করা হচ্ছে মাঠ পরিস্থিতির উন্নতি না হলে শনিবারের খেলাগুলোও অনুশীলন মাঠেই হবে। এই মাঠে গ্যালারি কিংবা সাংবাদিকদের জন্য আলাদা কোনো স্থাপনা না থাকায়, মিডিয়া কাভারেজ এবং দর্শকদের উপস্থিতি থাকছে না।
এর আগেও বাংলাদেশ-ভুটান এবং নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ অনুশীলন মাঠে আয়োজন করতে হয়েছিল জরুরি ভিত্তিতে। এবার পরিস্থিতি সামাল দিতে বাফুফে অস্থায়ী প্রেসবক্স তৈরির পরিকল্পনা করছে।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলে দর্শক ও সংবাদমাধ্যমের অংশগ্রহণ নিশ্চিত হতো। সেখানের মাঠে পানি জমার ঝুঁকিও নেই। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবে আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ হচ্ছে দর্শকশূন্য প্র্যাকটিস গ্রাউন্ডে, যা ক্রীড়াঙ্গনের জন্য এক ধরণের হতাশার বার্তাই বহন করে।
